কাটারাই দারুল উলুম মাসাসার নতুন ভবন রাজনৈতিক ও শিক্ষা প্রদান।
মৌলভীবাজার সদর দক্ষিণ কোটরাই দারুল উলুম জামিয়া ইসলামীর নতুন একতলা নতুন ভবন গোল এশা ফাউন্ডেশনের বোল প্রবাসী আব্দুল আওয়ালের আর্থিক পরিস্থিতি, মাদ্রাসার এ+(মোমতাজ) অভিষেক ক্রেষ্ট ও নগদ অর্থ বৃত্তি প্রদান অনুষ্টিত হয়। প্রধান প্রধান অতিথি ছিলেন পসাহেব হযরত মাওলানা সাঈদুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ১নং খলপুর শাহীন আবুয় চৌধুরী,হযরত মাওলানা মুশাহিদ আলী কাসিমী। শায়খুল হাদিস জামিয়া হোসাইনিয়া ঝেরঝেরি পাড়া সিলেট,মাওলানা খালিদ আহমেদ শায়খুল হাদিস জামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া সিলেট,মৌলভীবাজার জেলা স্বচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ, মাওলানা আব্দুল বাছিদ বৈঠাখাল হোসাইনিয়া মাদ্রাসা।
সহজ গতিতে মাওলানা দিদার আহমেদ নোমানী, মাওলানা শেখ বিন আবুছাদ।
সঞ্চালনা করেন শিক্ষক মোঃ কামর পালন।
এশা ফান্ডেশনের পাক ১৭ জন এ+ প্রাপ্ত ব্যক্তিকে একটি ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।