গোয়ালন্দে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার একজন আসামি গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকা পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে মেগা সরদার (৪৭)। মৃত আল আমিন একই জেলা ও উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। প্রায় ৭ বছর পর মাত্র ৪ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন তিনি।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল দুপুরে আল আমিন নিজের বিয়ের জন্য পরিবারসহ পাত্রী দেখতে পাবনা ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে যান। পরে তার ফুফাতো বোনের স্বামী মেগা সরদারের মোটরসাইকেল যোগে রাখালগাছি বাজারে যায়। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলাম (৩৫)সহ অজ্ঞাত ৭/৮ জন চারটি মোটরসাইকেলে রাখালগাছি আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাথাড়ি কুবাতে থাকে। এক পর্যায়ে প্রাণে বাঁচতে আল আমিন মন্ডল নদীতে ঝাঁপ দেয়।
জানা যায়, প্রায় ১৫/১৬ দিন আগে শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাদের সাথে আল আমিনের কথা কাটাকাটি হয়। এই শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়।
নিয়মিত হত্যা মামলার ২ নং আসামি মেগা সরদার (৪৭) কে গত ২৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যায় জরিত থাকা অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।