
লালমনিরহাটে ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি।
লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ায় ঘরবাড়ির পাশাপাশি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে ৭ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। কালবৈশাখী ঝড়ে শত শত বসতবাড়ি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান লণ্ডভণ্ডসহ প্রায় হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। সব মিলে ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।