সরকারি রাস্তার জমিতে অবৈধ ভাবে ঘর তৈরি
সাতঘাতী আম্রঝটা মাধ্যমিক বিদ্যালয় থেকে আম্রঝুটা সড়কের সরকারি রাস্তার পরে ঘর তৈরি করল। মাওলানা ইমতিয়াজ মোড়ল (৭০)পিতা মৃত গুলালদ্দি মোড়ল রাস্তার ইটের সোলিং হতে দেড় ফুট বাকি রেখে নিজস্ব ঘর তৈরি করেছে। রাস্তার অপজিটে বিদ্যুতের খুঁটি আছে। এইটুকু জায়গার মধ্য দিয়ে ক্রসিং করা সম্ভব নয়। বৃষ্টির সময় পথচারীর যাতায়াতে সমস্যা হতে পারে। যেখানে শতাধিক ইস্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে। দ্রুত এই ঘর বন্ধ না করলে এরপর যাতায়াত ব্যবস্থা ছোট হয়ে যাবে যার কারনে দুর্ঘটনা হতে পারে। যত দ্রুত সম্ভব এই সরকারি রাস্তা রক্ষণাবেক্ষণ করতে এলাকাবাসীর এগিয়ে আসা ও প্রশাসনকে জানানো উচিত।