
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রোপণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্রবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নবী হোছাইন, প্রধান বক্তার বক্তব্য রাখেনঅত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশা মিয়া ইউ পি সদস্য ০৭ নং ওয়ার্ড, মাষ্টার ফরিদুল আলম, আব্দুর রশিদ মাষ্টার,আনোয়ারুল ইসলাম সাবেক ইউ পি সদস্য,আলী আকবর সাবেক ইউ পি সদস্য, মালেক নেওয়াজ, সাহাব উদ্দীন সিকদার, হেলাল উদ্দিন নুরী, মুজিবুল হক, মুফিজুল ইসলাম, দিদার, পলাশ,মাষ্টার শাহ আলম, লোকমান হাকিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম।অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল আক্তার ।অনুষ্ঠানে বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া-মুনাযাত পরিচালনা করা হয়।