
কিশোরগঞ্জ ফ্রিজে পচা মাংস সংরক্ষণের দায়ে দুই লাখ টাক জরিমান ভাই ভাই হোটেলকে
কিশোরগঞ্জ ফ্রিজে পচা মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানার মোড় এলাকায় ভাই ভাই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রিজে পচা মাংস সংরক্ষণের দায়ে দুই লাখ টাকা, একই উপজেলার নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এসময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। এসব অভিযানে পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।